সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ। ‍Surah Falaq Bangla

Admin
By -
0

সূরা আল-ফালাক এর বাংলা অর্থ নিশিভোর। এই সূরার মোট আয়াত সংখ্যা পাঁচটি। সূরা আল-ফালাক মাক্কায় অবতর্ণি হয়েছে। সূরা আল-ফালাক কোরআন মাজিদের ১১৩ নম্বার সূরা।


সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ। ‍Surah Falaq Bangla


সূরা ফালাক বাংলা উচ্চারণ

(১) কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক (২) মিন শাররি মা-খালাক। (৩) ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব। (৪) ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ। (৫) ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।


আরো পড়ুনঃ যাদের উপর যাকাত ফরজ, যাকাত বহির্ভূত সম্পদ


সূরা ফালাক এর বাংলা অর্থ

(১) বল, আমি শরণ লইতেছি ঊষার স্রষ্টার (২) তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে, (৩) অনিষ্ঠ হইতে রাত্রির অন্ধকারের, যখন উহা গভীর হয় (৪) এবং অনিষ্ঠ হইতে সমন্ত নারীদের, যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয় (৫) এবং অনিষ্ঠ হইতে হিংসুকের, যখন সে হিংসা করে।’


আরো পড়ুনঃ মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া

Post a Comment

0Comments

Post a Comment (0)