আসসালমু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন, এই পোষ্টটিতে আজকে আমি শেয়ার করবো মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া। মুমিন মুসলমানদের উচিত মসজিদে আজান শোনার সাথে সাথে মসজিদে যাওয়। মসজিদে যাওয়ার সময় এই দোয়াটি পড়ে আল্লাহর নুর কামনা করা।
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া আরবী
اَللّٰهُمَّ اجْعَلْ فِيْ قَلْبِيْ نُوْرًا، وَفِيْ لِسَانِيْ نُوْرًا، وَفِيْ سَمْعِيْ نُوْرًا، وَفِيْ بَصَرِي نُوْرًا، وَمِنْ فَوْقِيْ نُوْرًا، وَمِنْ تَحْتِيْ نُوْرًا، وَعَنْ يَمِيْنِيْ نُوْرًا، وَعَنْ شِمَالِيْ نُوْرًا، وَمِنْ أَمَامِيْ نُوْرًا، وَمِنْ خَلْفِيْ نُوْرًا، وَاجْعَلْ فِيْ نَفْسِيْ نُوْرًا، وَأَعْظِمْ لِيْ نُوْرًا، وَعَظِّمْ لِيْ نُوْرًا، وَاجْعَلْ لِيْ نُوْرًا، وَاجْعَلْنِيْ نُوْرًا، اَللّٰهُمَّ أَعْطِنِي نُوْرًا، وَاجْعَلْ فِيْ عَصَبِيْ نُوْرًا، وَفِيْ لَحْمِيْ نُوْرًا، وَفِيْ دَمِيْ نُوْرًا، وَفِيْ شَعْرِيْ نُوْرًا، وَفِيْ بَشَرِيْ نُوْرًا
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মাজ'আল ফী ক্বালবী নূরান, ওয়া ফী লিসানী নূরান, ওয়া ফী সাম্'য়ী নূরান, ওয়া ফী বাসারী নূরান, ওয়া মিন ফাওকী নূরান, ওয়া মিন তাহ্তী নূরান, ওয়া 'আন ইয়ামীনী নূরান, ওয়া 'আন শিমালী নূরান, ওয়া মিন আমামী নূরান, ওয়া মিন খলফী নূরা, ওয়াজ'আল ফী নাফ্সী নূরান, ওয়া আ'যিম লী নূরান, ওয়া 'আযযিম লী নূরান, ওয়াজ'আল লী নূরান, ওয়াজ'আলনী নূরান; আল্লা-হুম্মা আ'তিনী নূরান, ওয়াজ'আল ফী 'আসাবী নূরান, ওয়া ফী লাহমী নূরান, ওয়া ফী দামী নূরান, ওয়া ফী শা'রী নূরান, ওয়া ফী বাশারী নূরান।
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া অর্থ
হে আল্লাহ! আপনি আমার অন্তরে নূর বা আলো দান করুন, আমার যবানে নূর দান করুন, আমার শ্রবণশক্তিতে নূর দান করুন, আমার দর্শনশক্তিতে নূর দান করুন, আমার উপরে নূর দান করুন, আমার নিচে নূর দান করুন, আমার ডানে নূর দান করুন, আমার বামে নূর দান করুন, আমার সামনে নূর দান করুন, আমার পেছনে নূর দান করুন, আমার আত্মায় নূর দান করুন, আমার জন্য নূরকে বড় করে দিন, আমার জন্য নূরকে বাড়িয়ে দিন, আমার জন্য নূরকে নির্ধারণ করুন, আমাকে আলোকময় করুন। হে আল্লাহ! আমাকে নূর দান করুন, আমার পেশিতে নূর দান করুন, আমার গোশতে নূর দান করুন, আমার রক্তে নূর দান করুন, আমার চুলে নূর দান করুন ও আমার চামড়ায় নূর দান করুন। ( বুখারী, ফাতহুল বারীসহ ১১/১১৬, নং ৬৩১৬, মুসলিম ১/৫২৬, ৫২৯, ৫৩০, নং ৭৬৩)
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া আরবী
اَللّٰهُمَّ اجْعَلْ لِيْ نُوْرًا فِيْ قَبْرِي… وَنُوْرًا فِيْ عِظَامِيْ
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মাজ' আল লী নূরান ফী কাবরী... ওয়া নূরান ফী 'ইযামী
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া অর্থ
হে আল্লাহ! আমার জন্য আমার কবরে নূর দিন, আমার
হাড়সমূহের নূর দিন। (তিরমিয়ী ৫/৪৮৩, নং ৩৪১৯)
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া আরবী
وَزِدْنِيْ نُوْرًا، وَزِدْنِيْ نُوْرًا، وَزِدْنِيْ نُوْرًا
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া উচ্চারণ
ওয়া যিদনী নূরান, ওয়া যিদনী নূরান, ওয়া যিদনী নূরান
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া অর্থ
আমাকে নূর বৃদ্ধি করে দিন, আমাকে নূর বৃদ্ধি করে দিন, আমাকে নূর বৃদ্ধি করে দিন। (ইমাম বুখারী, আল-আদাবুল মুফরাদ, নংঃ ৬৯৫; পৃষ্ঠাঃ ২৫৮; আর আলবানী সেটার সনদকে সহীহ আদাবিল মুফরাদে সহীহ বলেছেন, নং ৫৩৬।
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া আরবী
وَهَبْ لِيْ نُوْرًا عَلَى نُوْرٍ
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া উচ্চারণ
ওয়া হাবলী নূরান 'আলা নূর
মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া অর্থ
আমাকে নূরের উপর নূর দান করুন। (হাফেজ ইবনে হাজার এটাকে তার ফতহুল বারীতে উল্লেখ করেছেন এবং ইবন আবী আসেমের কিতাবুদ দোয়া এর দিকে সম্পর্কিত করেছেন। দেখুন ফাতহুল বারী, ১১/১১৮। আরও বলেছেন, বিভিন্ন বর্ণনা থেকে ২৫ বিষয় পাওয়া গেল।)